<
 
 
 
 
×
>
You are viewing an archived web page, collected at the request of United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) using Archive-It. This page was captured on 15:15:41 Dec 25, 2017, and is part of the UNESCO collection. The information on this web page may be out of date. See All versions of this archived page.
Loading media information hide

YouTube এ কপিরাইট

YouTube সম্প্রদায়ের কাছে কপিরাইট খুবই গুরুত্বপূর্ণ। YouTube এ আপনার অধিকার কি ভাবে পরিচালনা করবেন এবং অন্যদের অধিকারকে সম্মান দেবেন, সেই বিষয়ে জানার জন্য নিচে দেখুন।

একটি কপিরাইট লঙ্ঘনের বিজ্ঞপ্তি জমা দিন

কপিরাইট লঙ্ঘনের বিষয়ে YouTube কে জানানোর সবচেয়ে সহজ উপায় হল আমাদের ওয়েবফর্ম।

একটি জবাবি বিজ্ঞপ্তি জমা দিন

যদি মনে হয় আপনার ভিডিও ভুলবশত মুছে দেওয়া হয়েছে, তাহলে একটি জবাবী বিজ্ঞপ্তি ওয়েবফর্ম জমা দিতে পারেন।

কপিরাইট স্ট্রাইকের মূলতত্ত্বগুলি

কোনও কপিরাইট স্ট্রাইক হয়েছে? কারণ এবং সমাধানের সঠিক উপায় জেনে নিন।

কপিরাইট লঙ্ঘনের একটি দাবি প্রত্যাহার করুন

কোনও পক্ষ YouTube এ কপিরাইটের দাবি জানানোর পরে সেই দাবি বাতিলের জন্য আবেদন করলে তা মেনে নেওয়া হয়।

একটি Content ID দাবির বিরোধ করুন

কোনও Content ID সংক্রান্ত দাবি যদি আপনার ভুল মনে হয় তাহলে আপনি সেটির বিরোধিতা করতে পারেন।

আপনার অ্যাকাউন্টের স্থিতি দেখুন

আপনার কপিরাইট এবং সম্প্রদায় নির্দেশিকার স্টেটাস দেখুন।

কপিরাইটের ব্যাখ্যা

কিসে কপিরাইট থাকে এবং অন্যান্য মেধা সম্পদ ও কপিরাইটের মধ্যে কি পার্থক্য, জেনে নিন।

Content ID দাবি

YouTube এ কপিরাইটযুক্ত কন্টেন্ট কিভাবে শনাক্ত করা হয় দেখে নিন, এবং অন্য কেউ কপিরাইটের দাবি জানালে আপনাকে কি করতে হবে তাও শিখুন।

Content ID কীভাবে কাজ করে

YouTube ভিডিওতে কন্টেন্ট শনাক্ত ও দাবি করার জন্য সামগ্রীর মালিকদের ব্যবহার করা টুলের খুঁটিনাটি শিখে নিন।

যথাযথ ব্যবহারের বিষয়ে তথ্য

কপিরাইটযুক্ত সামগ্রী থেকে বেছে নেওয়া অংশ ব্যবহারের অনুমতির জন্য সংশ্লিষ্ট আইন এবং শর্তগুলি পড়ুন।

Creative Commons

একটি বিশেষ ধরনের লাইসেন্সের বিষয়ে জানুন, যেটি থাকলে (নির্দিষ্ট শর্ত মেনে) সামগ্রী পুনর্ব্যবহার করা যায়।